অসমাপ্ত প্রেমে সাইমন ও পরীমনি

বিনোদন ও মিডিয়া

poriএকই জায়গায় জন্ম সাইমন ও পরীমনির। ছোটবেলা থেকেই একসঙ্গে হেসে-খেলে বড় হোন দুজন। এভাবে একসময় দুজনের মধ্যে তৈরি হয় মান-অভিমান ও বন্ধুত্বের সম্পর্ক। তবে তারা বুঝতে পারে না, এটা কী শুধুই বন্ধুত্ব নাকি প্রেম।

দীর্ঘদিন কাছাকাছি থাকা সাইমন ও পরীমনিকে এক সময় পরিস্থিতির কারণে একে অন্যের থেকে আলাদা হতে হয়। তবে তারা দুজনের কেউই তাদের এই আলাদা হওয়াটা মেনে নিতে পারেন না।

সাইমন পরীমনিকে ছাড়া একপ্রকার পাগল হয়ে যায়। সে তার বাবা আলীরাজকে বলে তাকে মেরে ফেলতে, কারণ পরীকে ছাড়া সে বাঁচতে চায় না। অন্যদিকে পরীমনির অবস্থা তো আরও দু:খজনক।

সাইমন ও পরীমনির এমন প্রেম কাহিনী নিয়েই এগিয়েছে যুগল পরিচালক অপূর্ব ও রানা পরিচালিত পুড়ে যায় মন সিনেমাটি।

সাইমন-পরী জুটির দ্বিতীয় সিনেমা পুড়ে যায় মন। সাইমন-পরী ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করছেন মিজু আহমেদ, আলীরাজ, শহীদ চৌধুরিসহ আরো অনেকে। সংগীত পরিচালনা করছেন জাবেদ আলম কিসলু, হুমায়ন, রুমি সেন। গানে কণ্ঠ দিয়েছেন সংগীত শিল্পী পরশী ও ইমরান।

পরিচালক রানা রাইজিংবিডিকে বলেন, ‘পুড়ে যায় মন এর শুটিং প্রায় শেষ পর্যায়ে। কাপ্তাই, হোতা পাড়া, রাঙামাটি, বান্দরবনসহ দেশের বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং করা হয়েছে। এখন গানের শুটিং বাকি আছে। কক্সবাজারে সিনেমাটির গানের শুটিং শেষ করবো।’

এ সিনেমার গল্প প্রসঙ্গে সাইমন রাইজিংবিডিকে বলেন, পুড়ে যায় মন সিনেমার গল্পটি ব্যতিক্রমী, যা সাধারণত আমাদের দেশে করা হয় না। আমার চরিত্রটিও অনেক চমৎকার। রানা প্লাজা চলচ্চিত্রের পর পরীমনির সঙ্গে এটা আমার দ্বিতীয় সিনেমা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *