সাতক্ষীরা: সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার রাতে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে তার মৃত্যু হয়।
নিহত গৃহবধূর নাম রহিমা খাতুন (৫৬)। তিনি জেলার কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন স্বামী ইয়াছিন আলীও। তার অবস্থাও আশঙ্কাজনক। তিনি খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় হাসপাতাল থেকে তাকে ফেরত দেয়া হয়েছে।
কলারোয়া উপজেলার চন্দপুর ইউপি চেয়ারম্যান ঘটনা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সাতক্ষীরা সিভিল সার্জন বলেন, ঘটনা আপনার মাধ্যমে জানলাম। খোঁজ-খবর নিচ্ছি।