বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।
বদলিকৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার, ডিএমপির পুলিশ সুপার মারুফ হোসেন সরদারকে পুলিশ সুপার ঢাকা জেলা, গাইবান্ধা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়াকে পুলিশ সুপার নওগাঁ জেলা, ডিএমপির পুলিশ কমিশনার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ সুপার গাইবান্ধা জেলা ও শিল্প পুলিশ ইউনিটের পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামকে পুলিশ সুপার চুয়াডাঙ্গা জেলায় বদলি করা হয়েছে।