নোয়াখালী: নোয়াখালীকে মাদকমুক্ত করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। তিনি বলেছেন, ‘এ জেলায় মাদক আর এসপি একসঙ্গে থাকবে না। এসপি থাকলে মাদক থাকবে না, আর মাদক থাকলে এসপি থাকবে না। কোনো ওয়ারেন্টের আসামি মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারবে না। হয় জামিনে থাকবে, না হয় কারাগারে থাকবে।’
জেলার সেনবাগ উপজেলা অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদবিরোধী আলোচনা সভা ও ওপেন হাউজ ডেতে বিশেষ অতিথির বক্তৃতায় আজ শনিবার দুপুরে এসব কথা বলেন পুলিশ সুপার। সেনবাগ থানা ও উপজেলা কমিউনিটি পুলিশিং যৌথভাবে এ সভার আয়োজন করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোরশেদ আলম। তিনি বলেন, ‘মাদক বিক্রেতা, মাদকসেবী, সন্ত্রাসী, ইভ টিজার এরা দেশ-জাতির শত্রু। এদের কোনো ছাড় নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িতরা যত ক্ষমতাধরই হোক তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের উদ্যোগে প্রতিটি এলাকার জনগণকে এসব বিষয়ে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় উপস্থিত অন্যদের মধ্যে বক্তব্য দেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান, সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির, জেলা পরিষদের সদস্য রেজিয়া আক্তার ও সাইফুল ইসলাম, বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল প্রমুখ।