হাসি মুখের আড়ালেও
থাকে শত দুখ,
হাসি মুখ দেখলে কি
বুঝা যায় সুখ?
আপন ব্যাথা পরে জানলে
কমে কি ব্যথা?
ব্যথা গুলো থাকনা মনে
বলি হেসে কথা।
সব মানুষই চাঁদের ন্যায়
থাকে অনেক আলো,
কালো দিক আড়াল করলে
থাকা যায় ভালো।
গোমরা মুখে থাকতে নেই
হাসতে নেই মানা,
দুঃখ মুছে হাসতে পারা
সবার নেই জানা।
প্রাণ খুলে হাসতে শেখো
বাড়বে তবে আয়ু,
আয়ুষ্কাল স্নিগ্ধ হবে
দহন ক্লেশ বায়ু।
সুখের এই নাট্যশালায়
থাকনা সুখ কম,
শত ক্লেশ দহন মাঝে
অটুট থাকুক দম।
লোক সমাজে দহন গুলো
ঢেকে দিবো দাঁড়ি,
প্রাণ খুলে হেসে খেলে
দিবো জীবন পাড়ি।
#স্বত্বসংরক্ষিত।
তারিখ -২২জুন ২০১৮
ঢাকা।
রফিকুল ইসলাম মামুন