মসজিদের মুয়াজ্জিনের কক্ষ থেকে অচেতন অবস্থায় তিন শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেল ৩টার দিকে লাশগুলো উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পূর্বকলাদী জামে মসজিদে। খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত শিশুরা হচ্ছে, রিফাত (১০), আব্দুল্লাহ (৮) ও ইব্রাহিম (৯)। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মতলব দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ জানান, যোহরের নামায পড়তে গিয়েছিলো তিন শিশু। তারপর আর তারা ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর মুয়াজ্জিনের কক্ষে তিন শিশুর লাশ পাওয়া গেছে। তাদের শরীরে কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি।
এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।