চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

Slider খুলনা জাতীয়


ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদকসহ রোকন নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোকন মাদক ছাড়াও ১২টি মামলার আসামি ছিলেন।

পুলিশ জানায়, দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলায় টহল পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই এলাকায় মাদকের একটি বড় চালান বেচাকেনা চলছে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। ওই সময় পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পিছু হটলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রোকনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে।

রোকনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা থানা পুলিশের ওসি সুকুমার বিশ্বাস জানান, রোকনের নামে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য, হত্যা, চাঁদাবাজি, ছিনতাইসহ ১২টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *