খেলা:সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লীগ থেকেই বিদায় নিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ পশ্চিমবঙ্গের কল্যাণীতে বৃহস্পতিবার স্বাগতিক ভারতের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশের কিশোররা। ভারতের হয়ে হ্যাটট্রিক করেন হিমাংশু জংর। ৭৩ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। বাকি সময়ে আরো ৩ গোল হজম করে তারা।
সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ জিতে ভালো কিছুরই আভাষ দিচ্ছিলো বাংলাদেশের কিশোররা। কিন্তু নেপালের কাছে হেরে যাওয়ায় ফাইনালে উঠার সমীকরণ কঠিন হয়ে যায় তাদের। শেষ ম্যাচে ভারতকে হারাতেই হতো বাংলাদেশকে। কিন্তু উল্টো বিধ্বস্ত হলো তারা।
এই হারে পাঁচ দলের মধ্যে তৃতীয় হয়ে শেষ করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।