বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক দিন ধরেই একজন পরামর্শক খুঁজছিল। অবশেষে সফল হলো বোর্ড।
আগামী বছরের শুরুতেই বোর্ডে যোগ দেবেন রস টার্নার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কৌশলগত দিক নির্দেশনা দিতে পরামর্শকের কাজ করবেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রাক্তন গ্লোবাল ডেডেলপমেন্ট ম্যানেজার রস টার্নার। ২০১৫ সাল থেকে বিসিবির সঙ্গে চার বছর কাজ করবেন তিনি।
ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
২০১৫ সালে ক্রিকেটের উন্নয়নে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করবে বিসিবি। সেই পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে পরবর্তী চার বছর ভূমিকা রাখবেন রস টার্নার।
এর আগেও বাংলাদেশে কাজ করেছেন রস টার্নার। একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের হয়ে দায়িত্ব পালন করেছেন রস টার্নার।