ফেনী: ফেনীর পরশুরাম সীমান্তে তিন নাইজেরিয়ান ও বাংলাদেশি দুই নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার রাতে পরশুরাম উপজেলার কেতরাংগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডলার ও ল্যাপটপ জব্দ করে বিজিবি।
ফেনী বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্ণেল মো. নাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম উপজেলার কেতরাংগা সীমান্তে অভিযান চালায় বিজিবি। অবৈধভাবে ভারতে প্রবেশের সময় কেতরাংগা বিওপির টহলদলের বিজিবির সদস্যরা তিন নাইজেরিয়ান নাগরিক ও দুই বাংলাদেশিকে আটক করেন।
আটককৃতরা হলেন- নাইজেরিয়ান নাগরিক ইগবোজানু (৩৬), ইগবো (৪৭) ও ইজিডিগুও (৩৬) এবং বাংলাদেশি নাগরিক মো. ইমাম হোসেন (৩৭) ও প্রাইভেটকার চালক মো. সবুর মিয়া (৩৭)।
এ সময় তাদের কাছ থেকে ২৩০০ ডলার, নগদ ১৭২০০ টাকা, দু’টি ল্যাপটপসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-১৭-৪৭৪০) যোগে ঢাকা থেকে পরশুরাম সীমান্ত এলাকায় পৌঁছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।।