ঢাকা: বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ দুই পদে ৭৫ জন মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই কমিটি সেখান থেকে ৪৫ জনকে বৈধ প্রার্থী ঘোষণা করে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের যাচাই-বাছাই কমিটির আহবায়ক বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন স্বাক্ষরিত বৈধ প্রার্থী তালিকায় সভাপতি পদে ১৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩০ জন রয়েছেন ।
মঙ্গলবার বিকেলে লন্ডনে অবস্থিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে এই খসড়া তালিকা প্রকাশ করা হয় বলে বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। (১) কাজী রওনকুল ইসলাম শ্রাবণ (২) মো. মামুন খান (৩) আশরাফুল আলম ফকির (৪) মো. ফজলুর রহমান খোকন (৫) মো. আব্দুল মাজেদ (৬) মাহমুদুল হাসান বাপ্পী (৭) হাফিজুর রহমান (৮) রিয়াদ মোহাম্মদ তানভীর রেজা রুবেল (৯) মোহাম্মদ এরশাদ খান (১০) মো. সুরুজ মন্ডল (১১) মোহাম্মদ শামীম হোসেন (১২) সুলাইমান হোসেন (১৩) মোহাম্মদ ইলিয়াছ (১৪) এস এম সাজিদ হাসান বাবু (১৫) এবিএম মাহমুদ আলম সরদার সাধারণ সম্পাদক পদে বৈধ প্রার্থী- (১) মোস্তাফিজুর রহমান। (২) মোহাম্মদ করিমুল হাই (নাঈম) (৩) মাজেদুল ইসলাম (৪) মো. আলাউদ্দিন খান (৫) ডালিয়া রহমান (৬) মো. মিজানুর রহমান সজীব (৭) নাজমুল হক হাবিব (৮) ওমর ফারুক শাকিল চৌধুরি (৯) মো. আমিনুর রহমান আমিন (১০) শেখ আবু তাহের (১১) শাহ নেওয়াজ (১২) মোহাম্মদ মহিউদ্দিন রাজু (১৩) মুন্সি আনিসুর রহমান (১৪) মোহাম্মদ ইকবাল হোসেন শ্যামল (১৫) মোহাম্মদ জুয়েল হাওলাদার (সাইফ মাহমুদ জুয়েল) (১৬) মোহাম্মদ হাসান (তাঞ্জিল হাসান) (১৭) মো. মিজানুর রহমান শরীফ (১৮) মোহাম্মদ রাশেদ ইকবাল খান (১৯) মোহাম্মদ আরিফুল হক (২০) রিয়াদ মোঃ ইকবাল হোসাইন (২১) মোহাম্মদ আজিজুল হক সোহেল (২২) মো. মশিউর রহমান রনি (২৩) আব্দুল মোমেন মিয়া (২৪) রাকিবুল ইসলাম রাকিব (২৫) মো. জাকিরুল ইসলাম জাকির (২৬) মো. আবুল বাশার (২৭) মো. আসাদুজ্জামান রিঙ্কু (২৮) সোহেল রানা (২৯) কাজী মাজহারুল ইসলাম (৩০) এ এ এম ইয়াহ ইয়া