হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের সংঘর্ষে সোহরাব আলী আমিন (৬০) নামের একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
নিহত সোহরাব আলী আমিন কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া গ্রামের রোস্তম আলীর ছেলে।
মঙ্গলবার সকালে লালমনিরহাট -বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাব আলী আমিন মোটরসাইকেল যোগে বাড়ী থেকে লালমনিরহাট যাওয়ার উদ্দেশে বের হয়ে আসেন।
পথিমধ্যে উপজেলার পলাশী ইউনিয়নের কদমতলা নামক স্থানে বুড়িমারী মহাসড়কে সোহরাব আমিন মোটরসাইকেল নিয়ে উঠার সময় বুড়িমারীগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৮৪৩২) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করান। আর এলাকাবাসী ট্রাকটি আটক করেন। পরে থানা পুলিশ ঘাতক ট্রাকটিকে থানা নিয়ে আসেন।
আদিতমারী হাসপাতালে মেডিকেল অফিসার ডাঃ বিশ্বজিৎ কুন্ড জানান, সোহরাব আলী আমিন হাসপাতালে নেয়ার আগেই মারা গেছেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকাবাসীর সহায়তায় ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।