হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারীতে ২ শ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা গোয়ন্দা পুলিশ (ডিবি পুলিশ)।
সোমবার (২৬ আগস্ট) বিকালে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চর গোবরধন গ্রামে মাদক বিরোধী অভিযান চালায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ছিদ্দিকুল ইসলামসহ একটি দল।
এসময় চর গোবরধন গ্রামের মাদক ব্যবসায়ী রইচ উদ্দিনের (৪১) বসতবাড়ী থেকে ২ শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এসব ফেন্সিডিল রংপুরের উদ্দেশে পাচার করা জন্য মজুদ করে রাখা হয়েছিল।
এদিকে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রইচ উদ্দিন বাড়ী থেকে পালিয়ে যায় বলে ডিবি পুলিশ জানায়। তারা আরও জানায় পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক সাংবাদিকদের জানান, পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান,মাদক ব্যবসায়ী যতই শক্তিশালী হউক না কেন, তাদের বিষয়ে জেলা পুলিশের জিরো ট্রলারেন্স।