রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে দেশের এই ঐক্যের ঐতিহ্য আরো জোরদারে সক্রিয় ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আজ বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের অধিবাসীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি বলেন, ‘এদেশে সুপ্রাচীনকাল থেকেই মানুষ ভালবাসা ও ঐক্যের বন্ধনে আবদ্ধ। ঐক্যের এই ঐতিহ্যকে আরো সুদৃঢ় করার জন্য আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’ তিনি মিডিয়ার সাথে কথা বলার সময় এ কথা বলেন।
রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এ সময় সেখানে ছিলেন।
আবদুল হামিদ একটি সুখী, সমৃদ্ধ ও ধর্ম নিরপেক্ষা বাংলাদেশ বিনির্মাণে এক সঙ্গে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, শিক্ষা ও মানবসেবাসহ সমাজ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের ভূমিকার প্রশংসাযোগ্য।
এই অনুষ্ঠানে বাংলাদেশের আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও, বিভিন্ন বিদেশী মিশনের রাষ্ট্রদূত ও প্রতিনিধি, খ্রিষ্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
এই অভ্যর্থনা অনুষ্ঠানে গায়কদের একটি দল ক্রিস্টমাস ক্যারল পরিবেশন করে।
পরে, রাষ্ট্রপতি আবদুল হামিদ খ্রিষ্টান সম্প্রদায়ের অধিবাসীদের সঙ্গে বড়দিনের কেক কাটেন।
ধর্ম বিষয়কমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।