ডেস্ক: ভারী বর্ষণের জেরে ভয়াবহ বন্যার কবলে পড়েছে সুদান। এই বন্যায় দেশটিতে অন্তত ৬২ জনের প্রাণহানি ঘটেছে। সুদানে গত জুলাই মাসের গোড়ার দিক থেকে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়।
সুদানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
সুদানে ১৫টি রাজ্যের প্রায় ২ লাখ লোক মানুষ বন্যার কবলে পড়েছেন। তবে এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলীয় হোয়াইট নাইল প্রদেশ। আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে অন্যান্য স্থানেও বন্যা দেখা দিতে পারে।
জানা গেছে, বন্যার কারণে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। বন্যায় রাস্তাঘাট ও পানি সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গবাদি পশুর মৃত্যু হয়েছে।
এদিকে, জাতিসংঘ বলছে, সুদানে এই বন্যায় এখন পর্যন্ত ৩৭ হাজার ঘরবাড়ি ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : বিবিসি