রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ চার ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার বিকেলে মাওনা চৌরাস্তা এলাকায় এক প্রতিবাদসভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ছাত্রলীগ ওই কর্মসূচীর আয়োজন করে। হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। এছাড়া শুক্রবার রাতে যুবলীগ কর্মীসহ ২৯জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছে।
শ্রীপুর পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রনি’র সভাপেিতত্ব উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, সাবেক ভাইস চেয়ারম্যান ও শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদুল আলম রবিন, শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত সরকারী কলেজের সাবেক ভিপি আহসান উল্ল্যাহ্, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ, কৃষক লীগের সভাপতি কবির হোসেন প্রমুখ।
উল্লেখ্য ২২ আগষ্ট বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্রীপুর রেলক্রসিং এলাকায় চায়ের দোকানে বসে চা পান করার সময় রড, হকিস্টিক, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৪০/৫০জন সন্ত্রাসী শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকিরুল হাসান জিকু, সহ-সভাপতি মো. রাকিবুল হাসান, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক তন্ময় বণিক, সহ-সম্পাদক রাসেল শেখ গুরুতর আহত হন। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
অপরদিকে শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর বিষয়ক উপ-সম্পাদক মেহেদী হাসান বাপ্পি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, ওই হামলার ঘটনায় শুক্রবার রাতে জিকু বাদি হয়ে ৯জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৫/২০জনকে আসামি করে মামলা করেছেন। শনিবার দুপুর পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি তবে গ্রেপ্তারে অভিযান চলছে।