উত্তরায় ডেঙ্গুতে মাইলষ্টোন স্কুল ছাত্রের মৃত্যু

Slider ঢাকা


মো. আবু বক্কর সিদ্দিক সুমন, উত্তরা প্রতিনিধিঃ রাজধানী উত্তরার মাইলষ্টোন স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শাহামুন সিরাজ নামের একজন ছাত্রের মৃত্যু হয়েছে। উত্তরা ১১নং সেক্টরের ৫/এ নং রোডের বাসিন্দা মামুন সিরাজের ছেলে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ৫দিন যাবত চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা চলা অবস্থায় গতকাল বুধবার সকাল রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ওই ছাত্রের মৃত্যু হয়।

শাহামুন সিরাজ উত্তরার মাইলস্টোন স্কুল ইংরেজি মাধ্যমে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। মারা যাওয়া শাহামুন সিরাজের পিতা মামুন সিরাজ চৌধুরী প্রতিবেদককে জানায়, গত ৫ দিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাহামুন সিরাজের। পরিবারের আদরের সন্তানের মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেন না নিহতের পরিবার। নিজেদের বাসাবাড়ীর বাহিরে বাচ্চারা অধিকাংশ সময় স্কুলে কাটায়। তাই স্কুল কর্তৃপক্ষেরও যথেষ্ঠ সচেতন থাকার প্রয়োজন। ষষ্ঠ শ্রেণিতে পাঠরত এই ছাত্রের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহপাঠি, বন্ধুবান্ধব ও প্রতিবেশিদের মাঝেও।

এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছাত্র মারা যাওয়ার ঘটনায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষদের দায়িত্ব অবহেলাকেই দুষলেন সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী। এ বিষয়ে তিনি বলেন, প্রতিদিনই খবরের পাতায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানুষ মরার ঘটনা ঘটছে। অথচ, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মশা নিধনে লোক দেখানো কাজ করছে। ফলে সাধারণ মানুষ কোনভাবেই এডিস মশা থেকে রেহাই পাচ্ছেনা।

সরেজমিন উত্তরার অন্যান্য সেক্টরগুলোর পাশাপাশি ১১ নং সেক্টর ঘুরে দেখা যায়, এখনও বিভিন্ন স্থানে রয়েছে জমে থাকা পানির অস্তিত্ব। এডিস মশার বংশ বিস্তারে সহায়ক উপাদান সমূহ (পরিত্যক্ত ফুলের টব, পানির বোতল, ডাবের খোসা) এই সেক্টরের বিভিন্ন খালি প্লট থেকে শুরু করে অলি-গলির বেশিরভাগ স্থানেই পড়ে থাকতে দেখা গেছে। এসব বিষয়ে অত্র ওয়ার্ডের কাউন্সিলরের সাথে কথা বলতে গেলে, তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *