ঢাকা: ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলেন শ্রমিকরা। ছুটি কাটিয়ে ফিরে এসে দেখেন তাদের কারখানা বন্ধ। এ ঘটনায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধে রাজধানীর শ্যামলীতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যান চলাচল বন্ধ থাকায় এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।
আজ বুধবার সকাল আটটার দিকে শ্যামলী বাস টার্মিনাল এলাকায় আলিফ অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা বন্ধ করে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে সড়কে যানচলাচল শুরু হয়। এরপর সকাল নয়টার দিকে ফের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অফিসযাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মোহাম্মদপুর জোন পশ্চিম ডিভিশনের ট্রাফিক পুলিশের টি আই মোহাম্মদ কাওছার উদ্দীন আহমদ পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সমস্যা সমাধানে মালিকপক্ষ ও গার্মেন্ট শ্রমিকের প্রতিনিধি দল পুলিশের সহযোগিতায় আলোচনায় বসেছে বলে জানান তিনি।
আজ সকাল থেকে শ্যামলী বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে রাখতে দেখা যায় শ্রমিকদের। কারখানা খুলে না দেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।
জানা যায়, ঈদের ছুটির পর আজকে আলিফ অ্যাপেয়ারেলস ১, ২ ও আলিফ গার্মেন্টস নামের এ তিনটি কারখানা খোলার কথা ছিল। সে অনুযায়ী শ্রমিকরা কারখানায় আসার পর দেখে যে, ফটকে কারখানা বন্ধের নোটিশ ঝোলানো। এরপর তারা সড়ক অবরোধ করে।