ঢাকা: ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে চলতি মাসের ২০ দিনেই ৩৭ হাজার ৯০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জুলাই মাসে আক্রান্ত হয়ে ভর্তি হন ১৬ হাজার ২৫৩ জন। এদিকে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার আগের এই সংখ্যা ছিল এক হাজার ৬১৫ জন। ধীরে ধীরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কমে আসছে।
রাজধানী ঢাকাতেই ৭৫০ জন রোগী এবং ঢাকার বাইরে ৮২২ জন ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্র এই তথ্য জানিয়েছে। সরকারি হিসাব জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৩৬৯ জন। বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও কয়েকগুণ বেশি বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। মৃতের সংখ্যা এ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর ৪০ জন বললেও বেসরকারি হিসাবে শতাধিক। প্রতিদিনই আক্রান্তের সঙ্গে মৃতের সংখ্যা বাড়ছে। জুন মাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন এক হাজার ৮৮৪ জন। মে মাসে ১৯৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৮৫৯ জন। বর্তমানে ভর্তি আছেন ৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৩ হাজার ৪১৩ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ৩ হাজার ৫৭ জন।