রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় দাবিকৃত চাঁদা না পেয়ে বসতবাড়ির সামনে দেওয়াল তুলে এক পরিবারের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে।
গত সোমবার রাতের আঁধারে পৌর এলাকা কেওয়া পশ্চিম খন্ড এলাকার বিল্লাল হোসেনের বাড়ির চলাচলের রাস্তায় সামনে ১০ ইঞ্চি মোটা প্রাচীর তুলে বাড়ির চলাচলের পথটি বন্ধ করে দেয়।
ভুক্তভোগী বিল্লাল হোসেন জানান, গত কিছুদিন পূর্বে নিজ জমিতে নতুন করে একটি বাড়ি নির্মাণ করার পর থেকে স্থানীয় আব্দুল জব্বার, ছিদ্দিকুর রহমানসহ কয়েকজন তার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে বাড়ির প্রবেশ পথ অস্থায়ী ভাবে বন্ধ করে দেয়। এ ঘটনায় গত ৩০ জুলাই তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দাযের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করায় চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাতে তার বাড়ির প্রবেশ পথে স্থায়ী ভাবে দেয়াল তুলে বন্ধ করে দেয়।
এদিকে ভুক্তভোগীদের দাবিকৃত চাঁদা পরিশোধ না করায় আব্দুল জব্বারের নেতৃত্বে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে।
এবিষয়ে জানতে অভিযুক্ত আব্দুল জব্বারের মোটোফোনে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আলাউদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীর বাড়ির চলাচলের পথ বন্ধ করে প্রাচীর নির্মানের সত্যতা পাওয়া গিয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।