অ্যালকোহল নারীদের মাঝে আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দেয়। বিশেষ করে যাদের ঘুমের সমস্যা রয়েছে এবং যাদের মধ্যে সহজেই ক্লান্তি ভর করে, তাদের জন্য অ্যালকোহল বিপজ্জনক পানীয়। মিসিসিপি স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় এ তথ্য দেওয়া হয়েছে।
প্রধান গবেষক মাইকেল নাডোর্ফ বলেন, যে সব নারীর ইনসমনিয়া রয়েছে, অ্যালকোহল তাদের মাঝে আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দেয়। তবে চিকিৎসার মাধ্যমে ঘুমের সমস্যা কমিয়ে আনা গেলে তাদের আত্মহত্যার প্রবণতা কমিয়ে আনা সম্ভব। অ্যালকোহলে আসক্ত নারীদের বিশেষ মানসিক চিকিৎসা এবং ওষুধের মাধ্যমে জীবননাশী চিন্তা থেকে বের করে আনা যায়।
আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ৩৭৫ জন শিক্ষার্থীর ওপর এ গবেষণা চালানো হয়। ঘুমের সমস্যা, ভয়ংকর স্বপ্ন দেখা এবং অ্যালকোহল গ্রহণ ও আত্মহত্যার প্রবণতার বিষয় বুঝতে অংশগ্রহণকারীদের কাছ থেকে অনলাইনে বিভিন্ন প্রশ্নের উত্তর নেওয়া হয়।
‘জার্নাল অব ক্লিনিক্যাল স্লিপ মেডিসিন’-এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।