বাংলাদেশর সিনেমায় সানি লিওন, গাইবেন আইটেম গান

Slider টপ নিউজ বিনোদন ও মিডিয়া


ডেস্ক: বাংলাদেশের সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে বলিউড তারকা সানি লিওনকে। ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমায় আইটেম গানে পারফর্ম করবেন এই অভিনেত্রী। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী মাসের মাঝামাঝি সময়ে মুম্বইয়ে গানটির শুটিংয়ে অংশ নেবেন সানি। এক ভিডিওবার্তায় সানি লিওন নিজেও গানটিতে পারফর্ম করার কথা নিশ্চিত করেছেন। গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী। এদিকে ইতোমধ্যে ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়া এতে রজতাভ দত্ত, অমিত হাসানসহ আরো অনেকে অভিনয় করবেন। তবে এই ছবির নায়ক কে থাকছেন তা এখনো নিশ্চিত জানাননি পরিচালক। নিরাপদ সড়কের আন্দোলনকে কেন্দ্র করে শামীম আহমেদ রনীর গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে একবার শোনা গিয়েছিল, বাংলাদেশে অভিনয় করতে যাচ্ছেন সানি লিওন। ‘মামলা হামলা ঝামেলা’ নামের একটি সিনেমার আইটেম গানে নাচার কথা ছিল তার। কিন্তু সিনেমাটি শেষ পর্যন্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *