কাশ্মীর সীমান্তে পাক-ভারত গোলাগুলি ২ ভারতীয় সেনাসহ নিহত ৪

Slider সারাবিশ্ব

|
ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর সীমান্তে ফের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই ভারতীয় সেনা ও পাকিস্তানশাসিত কাশ্মীরে দুই বেসামরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একাধিক ভারতীয় সেনা। রোববার দুই দেশের মধ্যবর্তী লাইন অব কন্ট্রোল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এমনটা দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

একন বিবৃতিতে পাক বাহিনীর আইএসপিআর জানায়, রোববার কোনো প্রকার উস্কানি ছাড়াই লাইন অব কন্ট্রোলের হট সিপ্রং সেক্টরের পাকিস্তান অংশে বেসামরিকদের টার্গেট করে মর্টার ও ট্যাংক-বিরোধী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারতীয় সেনাবাহিনী। এতে দুই বেসামরিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের বয়স ৭৫ ও অপরজনের বয়স ৬১ বছর।

বিবৃতিতে আরো বলা হয়, ভারতীয় হামলার জবাবে পাক সেনারা পাল্টা হামলা চালায়। তাদের হামলায় দুই ভারতীয় সেনা নিহত ও অনেকে আহত হয়।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে কাশ্মীরের স্বায়ত্তশাসনের সাংবিধানিক অধিকার কেড়ে নেয় বিজেপি সরকার। এরপর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের সমপর্কের তীব্র অবনতি হয়। আগ থেকেই কাশ্মীর নিয়ে দুই দেশ বিবাদে জড়িয়ে রয়েছে। এখন নতুন করে তা মাথাচাড়া দিয়ে উঠেছে। এর আগে গত সপ্তাহে পাকিস্তানের সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেন, কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ে তিন পাকিস্তানি সেনা ও পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *