লালমনিরহাটে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২২০ যাত্রীর জরিমানা

Slider রংপুর


হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে ২২০ জন ট্রেন যাত্রীকে জরিমানা করা হয়েছে। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ এই জরিমানা করেন। এসব যাত্রী বিনা টিকিটে রেল ভ্রমণ করছিলো।

সোমবার, ১৯ আগস্ট দিনব্যাপি লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের বিভিন্ন স্টেশনে দুই আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিএস) শওকত জামিল মোহশীর নেতৃত্ত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ও করতোয়া এক্সপ্রেস ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান চালানো হয়েছে। এ সময় বিনা টিকিটে ভ্রমণের দায়ে ২২০ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ৮৩ হাজার ৪শ’ টাকা ভাড়া আদায় করা হয়।

এ সময় ট্রেনের ছাদের উপরে বিপদজনকভাবে ভ্রমণ করা যাত্রীদেরও নামিয়ে দেওয়া হয়।

আগামী দিনে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেলের ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *