রাতুল মন্ডল শ্রীপুর:গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নেের টেপিরবাড়ি গ্রাম থেকে জামাল উদ্দিনের (৪৫) নামে এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
১৯ আগস্ট সোমবার ওই ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন ওই গ্রামের আহেদ আলীর ছেলে।
নিহত জামাল উদ্দিনের স্ত্রী রাবিয়া খাতুন জানান, ১৮ আগস্ট রোববার দূপুরে একই গ্রামের চাঁন মিয়ার ছেলে সিয়াম, আয়ুব আলীর ছেলে পিন্টু, রনি, সজলসহ আরো কয়েকজন মিলে আমার স্বামীকে জোর করে টেপিরবাড়ি গ্রামের বিন্দাবন নামক গভীর গজারী বনের বিতর শরিরের কাপড় বিবস্ত্র করে আপত্তিকর ছবি মোবাইলে ধারন করে ২লক্ষ টাকা দাবি করে। অন্যথায় এই সকল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে বলে হুমকি দেয়। আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ে আমার স্বামী আত্মহত্যা করেছে।
এছাড়া আমাদের পারিবারিকভাবে কোন প্রকার ঝগড়া বিবাদ ছিলো না।
শ্রীপুর থানার উপ- পরিদর্শক (এসআই) নয়ন ভূঁইয়া জানান তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। পারিবারিক কলহের কারণে অভিমান করে তার স্ত্রী শশুর বাড়ি চলে যায়। সোমবার ভোরে প্রতিবেশীরা ঘরের বাড়ান্দার আঁড়ালের সাথে জামাল উদ্দিনের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।
তাৎক্ষনিক ভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহিদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।