নাটোর: নাটোরের লালপুরের বিলমাড়িয়ায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোর হারুনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে লাশটি নদীতে ভেসে উঠলে এলাকাবাসী দেখতে পায়। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তা উদ্ধার করে।
এর আগে গতকাল স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে অভিযান সকাল পর্যন্ত স্থগিত করে।
স্থানীয়রা জানায়, রোববার বিকালের দিকে হারুন তার বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায়। এ সময় গোসল শেষে সবাই নদী থেকে ওঠে আসলেও হারুন উঠেনি।
নদীর ¯্রােতে সে নিখোঁজ হয়েছে বলে এলাকাবাসীর ধারণা করেছিলো। হারুন ওই এলাকার জাকারিয়ার ছেলে ও পাবনার একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।