ঢাকা: যানজট, যান্ত্রিক শব্দ, রাস্তাঘাটে মানুষের উপচেপড়া ভিড়- এসবই যেন ঢাকার চেনা চেহারা। কিন্তু ঈদ এলে পাল্টে যায় রাজধানীর এই দৃশ্য। রাস্তায় থাকে না মানুষের ভিড় কিংবা যানজট। যানবাহন কম চলাচল করায় কমে যায় শব্দ ও বায়ু দূষণ।
ঈদে ঢাকার বেশির ভাগ মানুষই গ্রামে চলে যান। এবারও তার ব্যতিক্রম হয়নি।
এবার ঈদের আগে তিনদিন ছুটি পাওয়ায় বৃহস্পতিবার ছিল চাকরিজীবীদের শেষ কর্মদিবস। এছাড়া ঈদের পরেও কয়েকদিন ছুটি পেয়েছেন অনেক। তাই এবার অন্যবারের তুলনায় ঢাকা আরও বেশি ফাঁকা হয়ে গেছে।
প্রতিদিনের মতো সায়েদাবাদ, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট, নিউ মার্কেট বা অন্য ব্যস্ত এলাকাগুলোতে দেখা যায়নি কোনো যানজট।