ঠাকুরগাঁও: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য অনেক বড় ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, গণতন্ত্রের মুক্তির জন্য অনেক বড় ত্যাগ স্বীকারে মানুষকে প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে।
সোমবার সকালে ঠাকুরগাঁও বড় মাঠ থেকে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে তার নিজ বাসভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি।
তিনি বলেন, আজকের এই মহান দিনে হযরত ইব্রাহীম ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপনা করেছিলেন তা সমগ্র বিশ্বের মানুষের কাছে হাজার বছর ধরে উজ্জ্বল হয়ে আছে। এটা একটা দিক নির্দেশনা যে মহান আল্লাহতালাকে পেতে হলে, তার কাছে যেতে হলে, তার ভালোবাসা পেতে হলে অবশ্যই মানুষকে ত্যাগের মধ্য দিয়ে পেতে হবে। ঠিক এমনিভাবে আমাদের জীবনেও বড় কিছু পেতে হলে ত্যাগের মধ্য দিয়ে পেতে হবে।
ফখরুল আরও বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তার মুক্তির জন্য এবং গণতন্ত্রের মুক্তির জন্য অনেক বড় ত্যাগ স্বীকারে মানুষকে প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে।