দেশকে শত্রুমুক্ত রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দিয়েছিলেন। তেমনি ৫ জানুয়ারি যার যা কিছু আছে তাই নিয়ে ঢাকাকে মুক্ত রাখতে হবে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বৃহস্পতিবার দুপুরে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ে জয় বাংলা মুক্তিযোদ্ধা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মায়া এসব কথা বলেন।
তিনি বলেন, রাজাকার আলবদর ও তাদের দোসরদের হাত থেকে ঢাকা শহরকে রক্ষা করতে হবে। কারণ ঢাকা শহর মুক্তিযোদ্ধাদের শহর। এখানে রাজাকার ও তার দোসরদের ঠাঁই হবে না।
৫ জানুয়ারি বিএনপি ঢাকাকে দখল করার যে কর্মসূচি দিয়েছে তার প্রেক্ষিতে মায়া এসব কথা বলেন।
বিএনপি নেত্রী তার ছেলেকে উস্কানী দিচ্ছে উল্লেখ করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, খালেদা জিয়া তার ছেলেকে বাধা না দিয়ে উস্কানী দিচ্ছেন,বাহবা দিয়ে টেলিভিশনে উচ্চকণ্ঠে মিথ্যাচার করছেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি, ক্ষমতায় এসেছি। আর রক্তের বিনিময়ে খালেদা-তারেককে সমুচিত জবাব দিতে চাই। জবাব দেওয়ার এখনই সময় ।আর চুপ করে বসে থাকলে হবে না। তাদের কতটুকু জোর-ক্ষমতা আমরা দেখতে চাই।
তিনি বলেন, শেখ হাসিনাকে হত্যার জন্য তারা উঠে পড়ে লেগেছে। একবার নয়, দুই বার নয়, ১৯ বার শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছে খালেদা জিয়া ও তার ছেলে। এখনও ষড়যন্ত্র চলছে। তাদের এ ষড়যন্ত্রের সমুচিত জবাব দিতে হবে।
জয়বাংলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি নিজামুদ্দিন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও প্রাক্তন ছাত্রনেতা আব্দুর রশিদ, আব্দুল হক সবুজ, জামাল উদ্দিন প্রমুখ।