সবকিছুকে এক ফুৎকারে উড়িয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। বিরক্ত হলেন খুব। সাথে রসিকতা করে এও বললেন যে, কোনো মুভি কোম্পানি এমন গল্প নিয়ে অনায়াশে চলচ্চিত্র বানিয়ে ফেলতে পারে। সাতে যে মিডিয়াকেও এক চোট নেননি তা নয়। নিয়েছেন। একটু পরোক্ষভাবেই। বুঝিয়ে দিয়েছেন, এমন কিছু কেবল অতিরঞ্জিক কল্পনাশক্তিতেই ঘটা সম্ভব। বাস্তবে নয়। তিনি এতসব বললেন বৃহস্পতিবার। বললেন বক্সিং ডে টেস্টের ঠিক আগের সকালে। বললেন, বিরটা কোহলি ও শিখর ধাওয়ানের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়নি। সবই গুজব।
কোহলি-ধাওয়ান ঝামেলার কথা উড়িয়ে দিলেন ধোনি
সংবাদপত্র বিষয়টা এসেছে। বলা হয়েছে গ্যাবা টেস্টের চতুর্থ দিন সকালে একেবারে শেষ মুহূর্তে ব্যাট করতে অপারগতার কথা জানান ধাওয়ান। তার জায়গায় ব্যাট করতে যান কোহলি। উইকেটে টিকেছেন কয়েক মিনিট। তবে তার আগে নাকি কোহলি ও ধাওয়ান ধাক্কাধাক্কি হয়েছে। কোহলি বলেছেন, চ্যালেঞ্জ নিতে ভয় পেয়েই পালাচ্ছে ধাওয়ান। এই ঘটনা বড় ঝামেলায় পরিণত হওয়া আগেই দুজনকে আলাদা করেন টিমের পরিচালক রবি শাস্ত্রী।
কিন্তু এসব যে একেবারে বানোয়াট, তাই জানালেন ধোনি। মহা বিরক্তি নিয়ে বললেন, “হ্যাঁ, আসলে এরকমই হয়েছে। বিরাট চাকু নিয়ে তা বসিয়ে দিয়েছে শিখরের শরীরে। তারপর যখন সুস্থ হয়েছে তখন ধাওয়ান গেলে ব্যাট করতে।” এমন রসিকতা করে মূলত ওটা যে একটা গল্প বা গুজব তাই বোঝাতে চেয়েছেন ধোনি। বলেছেন, “এসবই গল্প। মার্ভেল ও ওয়ার্নার ব্রসের উচিৎ এর ওপর একটা মুভি তৈরি করা। জানিনা এসব কোথা থেকে আসে। দলের কেউ এমনটা বলে থাকলে তার দলেই থাকা উচিৎ না। কারণ তার উর্বর কল্পনাশক্তীর কারণেই এসব হয়েছে। এরকম বিষয় ট্যাবলয়েডের জন্য ভাল। তাদের সংবাদ বেঁচতে সুবিধা হয়। বাস্তবতা হল, এমন কিছুই ঘটেনি।” বৃহস্পতিবার কোহলি ও ধাওয়ানকে এক সাথে মজা করতে করতে ব্যাটিং অনুশীলনের জন্য নেটে যেতে দেখা গেছে।