ঈশ্বরদীতে ট্রেনের মধ্যে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক দম্পতি। হামলাকারীরা কেবিনে ঢুকে স্বামী-স্ত্রী দুজনকে লাঞ্ছিত করেছে। আজ সকালে এ ঘটনা। এ বিষয়ে রেলওয়ে স্টেশনে লিখিত অভিযোগ করেছেন হামলার শিকার খন্দকার মো. ফজলে রাব্বি। তিনি একটি জুট মিলের রপ্তানি বিভাগীয় প্রধান।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, রূপসা ট্রেনের খ বগির একটি কেবিনে ছিলেন ফজলে রাব্বি ও তার স্ত্রী। খুলনা থেকে নওগাঁ যাওয়ার পথে ঈশ্বরদীতে ট্রেন থামালে দুর্বৃত্তরা ঢুকে হামলায় চালায়। হামলাকারীদের মধ্যে দুই জন অজ্ঞাত যাত্রীও ছিল।
হামলাকারীদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত টিটি আলমের ভাগ্নে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি।