তার আইনজীবী বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের রাজনীতির শিকার তিনি ও তার দুই সতীর্থ। তবে ড্যারেন সামির দুই সতীর্থ ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ড থাকলেন বাইরে। সামি জায়গা করে নিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলে। ১৪ সদস্যের দলটির ১৫তম সদস্য হয়েছেন সামি।
প্রথম অবস্থায় উইন্ডিজ ক্রিকেট সংস্থা সামির সাথে ব্রাভো ও পোলার্ডকে ওয়ানডে দলে রাখেনি। এসব নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়ে বোর্ড। আইনজীবী ল্যাল্ফ থ্রনের সাথে একমত হয়েছিলেন ক্যারিবিয়ান ক্রিকেট গ্রেট মাইকেল হোল্ডিং। কলামে তিনি লিখেছেন, ক্রিকেট বোর্ড নিজেদের দোষ দেখছে না। আর নিজেদের দোষেই তারা শাস্তি দিচ্ছে খেলোয়াড়দের। শেষ পর্যন্ত অবশ্য সামিকে দলে টেনে একটু ভুল শুধরালো উইন্ডিজ কর্তৃপক্ষ।
স্যামি এখন বিগ ব্যাশ টি টোয়িন্টি লিগে খেলতে ব্যস্ত। অস্ট্রেলিয়ায় আছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জানুয়ারি।