ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা ও তার দল পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজের (পিএমএলএন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ ও মরিয়মের কাজিন ইউসুফ আব্বাসকে আগামী ২১ শে আগস্ট পর্যন্ত রিমান্ডে দিয়েছে লাহোরের জবাবদিহিতা বিষয়ক একটি আদালত। শুক্রবার তাদের বিরুদ্ধে জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরোর (এনএবি) আদালত এ নির্দেশ দিয়েছে।
এনএবি শুরুতে তাদের বিরুদ্ধে ১৫ দিনের রিমান্ড প্রার্থনা করে। আদালত সেই অনুরোধ বিবেচনা করে ওই রায় দেয়। শুনানি শেষে মরিয়ম নওয়াজকে দ্রুত আদালত প্রাঙ্গণ থেকে সরিয়ে নেয় এনএবি কর্মকর্তারা। একদিন আগে চৌধুরী সুগার মিলস মামলায় পিএমএলএনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ ও তার কাজিন আব্বাসকে গ্রেপ্তার করা হয়।