ডেঙ্গুজ্বরে ঢাকা ও বরিশালে শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মৃত্যু হয় তাদের। ঢাকায় মারা গেছে রিফাত নামে ১০ বছর বয়সী এক শিশু ও বরিশালে মজিবর মোল্লা (৫০) নামে এক ব্যক্তি।
জানা গেছে, শিশু রিফাতকে বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। এই নিয়ে ঢামেক হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। রিফাতের বাবার নাম খোরশেদ আলী। তাদের গ্রামের বাড়ি জামালপুরে।
এদিকে, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মারা যান মজিবর রহমান মোল্লা। তিনি বরগুনা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক।
গত বুধবার থেকেই ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন মজিবর রহমান। প্রথমে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। ভর্তির দুই ঘণ্টা পর রাত দেড়টার দিকে তিনি মারা যান। এ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।