‘বিচারকাজ বানচাল করতেই এ হামলা’

রাজনীতি

kamalস্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদার দুর্নীতির মামলার বিচারকাজ বানচাল করার জন্যই বিএনপির এত নেতা-কর্মী জড়ো হয়েছিলো। আর সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা পরিকল্পিত ছিল। তাকে হত্যার জন্যই হামলা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এমপি ছবি বিশ্বাসকে দেখতে এসে প্র্তিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, এত নেতা-কর্মী তো আসার দরকার ছিল না। বিচারকাজ বিচারের মতো চলবে। খালেদা জিয়া হাজিরা দেবেন এরজন্য নিরাপত্তা তো ছিলই। মূলত বিচার কাজ বন্ধ করতেই নেতাকর্মীরা মাঠে নেমেছিল। এটা আগে থেকেই পরিকল্পিত ছিল।

স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারদলীয় এমপি ছবি বিশ্বাসের ওপর হামলা ও তার গাড়ি পোড়ানোর ঘটনা প্রমাণ করে তারা কি করতে চেয়েছিল। তাকে হত্যা করার জন্য তার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। আসলেই তারা ছাত্রলীগ নেতা-কর্মী ছিল কি-না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *