হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী টানা নয়দিন বুড়িমারী স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
রুহুল আমীন বাবুল বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্দা শুল্ক স্টেশন উভয় দেশের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন আলোচনাক্রমে ০৯ জুলাই শনিবার থেকে আগামী ১৭ জুলাই শনিবার টানা নয়দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১৮ জুলাই রোববার পুনরায় সচল হবে বন্দরের যাবতীয় কার্যক্রম।
বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ এসআই খন্দকার মাহমুদ জানায়, ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বুড়িমারী স্থলবন্দরের এসি আব্দুস সালাম জানায়,উভয় দেশের আমদানি-রফতানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ঈদ উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম নয়দিন বন্ধ রাখবেন বলে চিঠি দিয়েছেন। আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও অন্যান্য কার্যক্রম চলবে বলেও জানান তিনি।