ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব পেলেন মো. গোলাম সারোয়ার। আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গতকাল শেষ হওয়ায় গোলাম সারোয়ারকে সচিবের দায়িত্ব দেয়া হয়।
বর্তমানে আইন ও বিচার বিভাগে কর্মরত তিনিই জ্যেষ্ঠ বিচার বিভাগীয় কর্মকর্তা। বুধবার আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত একটি আদেশ জারি করা হয়।
গোলাম সারোয়ার দশম বিসিএস-এ জুডিশিয়াল ক্যাডারে যোগদান করেন। ১৯৯১ সালের ১১ই ডিসেম্বর ঢাকা জেলা জজ আদালতে প্রবেশন সহকারি জজ পদে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। এরপর ১৯৯৮ সালে সিনিয়র সহকারি জজ, ২০০৩ সালে যুগ্ম জেলা ও দায়রা জজ, ২০০৭ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ২০১৫ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পান তিনি। তিনি ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কিশোরগঞ্জ জেলায় বিচারক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি ২০১৫ সালের ডিসেম্বর হতে আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিবের দায়িত্ব পালন করছিলেন।।