সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবিতে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে গঠিত বিএনপি তদন্ত কমিটির প্রতিবেদন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছেন ওই কমিটির প্রধান হাফিজউদ্দিন আহমেদ। বুধবার রাতে তদন্ত প্রতিবেদন খালেদা জিয়া কাছে দেওয়ার সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত ছিলেন।
তদন্ত কমিটির একজন সদস্য জানান, কমিটির প্রধান প্রতিবেদনটি রাতে খালেদা জিয়ার কাছে জমা দিয়েছেন। এটি ২৫ ডিসেম্বর জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। যেহেতু ২৫ ডিসেম্বর বড়দিন, সে কারণে একদিন আগেই তা জমা দেওয়া হয়েছে।
তিনি জানান, শুক্রবার সকাল ১১টায় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করার কথা রয়েছে।
গত ২২ ডিসেম্বর দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক পানিসম্পদমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থলে সরেজমিন পরিদর্শন করে এই প্রতিবেদন তৈরি করে।
বিএনপি কমিটির প্রতিবেদনে ঘটনার কারণ, সুন্দরবনের বনাঞ্চল, জীববৈচিত্রের ওপর এর ক্ষতিকর প্রভাব ও সরকারের ব্যর্থতার দিকগুলো তুলে ধরা হয়েছে।
গত ২০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন শ্যালা নদীতে তেলবাহী জাহাজডুবির ঘটনায় সুন্দরবন পরিবেশ বিপর্যয় ঘটনা তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
৭ সদস্যের তদন্ত কমিটিতে আছেন : সুন্দরবন পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক শেখ ফরিদুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরীর, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, খুলনার সিটি মেয়র মনিরুজ্জামান মনি, বাগেরহাট জেলা সভাপতি আবদুস সালাম ও খুননা জেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মনা।