ঢাকা: আসন্ন ঈদুল আজহার কয়েকদিন আগে থেকেই স্বজন-প্রিয়জনদের সঙ্গে উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে অসংখ্য মানুষ। এজন্য অনেকেই আগে থেকে ট্রেন, বাস ও লঞ্চের টিকিট কেটে রেখেছেন। এছাড়া আকাশপথেও বাড়তি যাত্রীচাপ তৈরি হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার রেল, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে।
বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয়েছে। ভোগান্তি এড়াতে শিক্ষার্থীদের নিয়ে এখনই অনেকে গ্রামের পথে রওনা দিয়েছেন। পরিবারের মধ্যে যাদের কাজ রয়েছে তারাই শুধু শহরে থাকছেন, অন্যরা আগেই চলে যাচ্ছেন, এমন পরিবারও কম নয়।
আগামী ১২ আগস্ট (সোমবার) ঈদের আগে শুক্র ও শনিবার (৯ ও ১০ আগস্ট) সাপ্তাহিক ছুটি থাকায় অনেকে বৃহস্পতিবার (৮ আগস্ট) অফিসে হাজিরা দিয়েই ঢাকা ছাড়বেন। সে হিসেবে বৃহস্পতিবার বিকেল থেকে ঘরমুখো মানুষের স্রোত বাড়বে টার্মিনালে-টার্মিনালে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ৫৫টি আন্তঃনগর ও মেইল ট্রেনে প্রায় সাড়ে ৫৯ হাজার যাত্রী নির্ধারিত আসনে বসে যাত্রা করতে পারবেন।