এতো কালের মোহাব্বত
——————
তাপদাহে
ছায়া দিয়ে
ভালোবেসে রেখেছি হৃদয়ে !
মনের যতন
জানতে না তুমি
আমার কাছে শিখিলে।
ভালোবাসার বাগানে ফুটেছে কত ফুল
কত ভোমর বাগানে উড়ে
আমিই রয়ে গেছি দূরে।
বৃক্ষ ভেবে
গেলে ছাতার তলে
প্রবল ঝড়ে ছাতার অস্তিত্ব না থাকে।
সেদিন পড়বে মনে
কী লোভে ভুল পথে,
স্বর্গ পাওয়ার আশায়
পর মানুষের হাত ধরলে।
এতো কালের মোহাব্বত
ফিরিয়ে কি দিতে পারবে ?
বিবেকের জ্বালায়
যখন জ্বলবে
আমার ছায়া পেতে
সেদিন তুমি ছুটবে।
আহাম্মদ আলী
সাংবাদিক ও কবি।