ঢাকা:লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা এমন কোন কর্মসূচি পালন করবো না যাতে দেশের কোন ক্ষতি হয়। এমন কোনও কর্মকান্ড আমরা সমর্থন করি না। খালেদার মুক্তি ও পুননির্বাচনের দাবিতে সকলকে সোচ্চার হতে হবে।
আজ বিকালে তেজগাঁওয়ে এলডিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, পাকিস্তানি সেনাবাহিনীর কাছে খালেদা জিয়া সম্মান পেলেও নিজ দেশের লোকের কাছে তা পাচ্ছেন না। পাকিস্তানি সেনারা খালেদা জিয়াকে সম্মান দেওয়ার কারণ হলো, সেখানে কর্নেল নিয়াজি। যিনি ছিলেন জিয়াউর রহমানের প্রথম অধিনায়ক। প্রথম অধিনায়ক হলেন বাবার মতো আর সেই ব্যাটালিয়নের অন্যরা হলেন সন্তানের মতো।
অফিসারদের স্ত্রীরা ছিলেন তার মেয়ের মতো।
তিনি আরও বলেন, বর্তমান এমপিরা টেলিফোন করলে এসব পুলিশ কর্মচারী ধরে না। তারা বলে এমপিদের টেলিফোন ধরবো কেন? তারা তো মানুষের ভোটে নির্বাচিত নন, আমাদের বানানো এমপি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ২০ দলীয় জোট শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জমিয়তে উলামায়ে ইসলামের মুনির হোসেন কাসেমী, জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, এলডিপির যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম প্রমুখ।