ঢাকা: জি সিরিজ ও অগ্নিবীণার ব্যানারে প্রকাশ পেয়েছে নতুন কণ্ঠশিল্পী রাফসিন ইসলাম বাঁধনের প্রথম একক অ্যালবাম ‘জ্যোছনা ঝরে’।অ্যালবামে ‘জানেনা তুমি’ এবং ‘একটু দুপুর’ গান দুটির ডাবল ভার্সনসহ মোট গান রয়েছে ১১টি। সবগুলোর গানের সুর-সংগীতও করেছেন ইবরার টিপু। কথা লিখেছেন কবির বকুল, এ মিজান, ফয়সাল রাব্বীকিন, এইচ এম ইসমাইল এবং শিল্পী বাঁধন নিজে। দুটি গানে বাঁধনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু।
অ্যালবামটি প্রসঙ্গে বাঁধন বলেন, ‘ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা আমার। অনেক দিনের স্বপ্ন ছিল নিজের একটি একক অ্যালবাম প্রকাশ করার। এবার সেটা করতে পেরে খুব ভালো লাগছে। আমি হ্যাপী যে দেশের নামকরা সংগীত পরিচালক এবং গীতিকারগণ আমার জন্য গান লিখেছেন।’
বাঁধন আরো জানান, ‘অ্যালবামটি মূলত প্রেমের গান নিয়ে সাজিয়েছেন তিনি। অ্যালবামের একটি গানেও মিউজিক ভিডিও তৈরি করেছেন। কিছুদিনের মধ্যেই বিভিন্ন চ্যানেলে ভিডিওটির প্রচার শুরু হবে।’অ্যালবামের গানগুলোর শিরোনাম ‘জানেনা তুমি’, ‘একটু দুপুর’, ‘জ্যোছনা ঝরে’, ‘আজ বৃষ্টি হবে’, ‘মাতাল প্রেম’, ‘তোমার ভিতর আমার নিবাস’, ‘উড়ো মেঘ’, ‘আমায় ভেঙ্গে তোমায় গড়ি’ এবং ‘ও সাজনারে’। উল্লেখ্য বাঁধন একটি বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ছেন