মালয়েশিয়ার মারা ইউনিভার্সিটি অব টেকনোলজির অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক অধ্যাপক ড. নরমাহ ওমরের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেন।
এ সময় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, মারা ইউনিভার্সিটি অব টেকনোলজির পোস্ট ডক্টরাল স্কলার ড. মো. শামীমুল হাসান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে মালয়েশিয়ান প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। এ সময় জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং মারা ইউনিভার্সিটি অব টেকনোলজির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে একাডেমিক প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, যৌথ গবেষণা এবং শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূণ কার্যক্রম বাস্তবায়ন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ে আসার জন্য এবং এর শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহের জন্য প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।
উভয় প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান দ্বি-পক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।