ঘণ্টায় ভর্তি হচ্ছেন ৬১ জন ডেঙ্গু রোগী

Slider জাতীয়


ঢাকা: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৭৭ জন। ঘণ্টায় ভর্তি হচ্ছেন ৬১ জন ডেঙ্গু রোগী। এক মিনিটের কম সময়ে ভর্তি হচ্ছে একজন করে ডেঙ্গু রোগী। চলতি বছরে এই পর্যন্ত মোট ১৭ হাজার ১৮৩ জন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। জুলাই মাসেই ভর্তি হয়েছেন ১৪ হাজার ৯৯৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য দিয়েছে। তবে বেসরকারি হিসাবে এই সংখ্যা কয়েকগুণ বেশি হবে বলে বিশেষজ্ঞরা বলছেন। ইতিমধ্যে ৬২টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।

দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন দ্বিগুণ হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সরকারি হিসাবে ১৪ জন মৃতের খবর দিলেও এই সংখ্যা অর্ধশতাধিক হবে বলে বিভিন্ন হাসপাতাল সূত্র বলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *