দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। সপ্তাহের চর্তুথ কার্যদিবস বুধবার লেনদেন হয় ১৯১ কোটি ৭৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১০ কোটি ৭৬ লাখ টাকা কম।
দিনশেষে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৮২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১ টির, কমেছে ১৮৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, সাইফ পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, অগ্নি সিস্টেম, এমজেএল বিডি, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি ও সামিট এলায়েন্স পোর্ট।
দর বৃদ্ধির শীর্ষের ১০টি কোম্পানি হলো আইসিবি এএমসিএল ২য়, স্টাইলক্র্যাফট, আইএফআইএল ইসলামিক মি. ফা-১, রিলায়েন্স ইন্সুঃ, এবি ব্যাংক ১ম মি. ফা., আইসিবি ইসলামিক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, এফবিএফ আইএফ ও অগ্নি সিস্টেম।
দাম কমার শীর্ষের ১০টি কোম্পানি হলো জিল বাংলা, শ্যামপুর সুগার, নর্দান জুট, জুট স্পিনার্স, পপুলার লাইফ, আরএন স্পিনিং, টুংহাই টেক্সটাইল, সাফকো স্পিনিং ও সাইফ পাওয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৫০ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এরমধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।