ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লিটন হাওলাদার (২৫) নামে ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরও একজন মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। এ নিয়ে গত ২৪ ঘন্টায় এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনজন।
নিহত অপর দু’জনের একজন উপ সচিবের স্ত্রী এবং অপরজন গার্মেন্টসকর্মী। ঢামেকের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ওয়াহেদুজ্জামান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
লিটন হাওলাদার গত ২৭শে জুলাই ওয়ারীর কে এম দাস লেনের বাসায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হন। এর আগে গতকাল সোমবার সকালে ঢামেক হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গার্মেন্টস কর্মী রিতা (২৮) মারা যান। তিনিও ২৭শে জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একইদিন রাত পৌনে ২টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারজানা হক (৪৩) নামে এক নারী।
ওইদিন সকালেই ভর্তি হয়েছিলেন ফারজানা হক। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. নুরুল আমিনের স্ত্রী।
ঢামেক সূত্রে জানা গেছে, এ হাসপাতালে ডেঙ্গু রোগে মারা গেছেন নয় জন। নিহত অন্যান্যরা হলেন, ফরিদপুরের রাবেয়া (৫০), আজমপুরের ফাতেমা (৪৩), এলিফ্যান্ট রোডের নাসিমা (৩৩), কামরাঙ্গীরচরের হাফিজা (৬১), ডেমরার রাজু (২০) ও লালবাগের ফরহাদ (৪৪)।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢামেকে ভর্তি হয়েছেন ২১১ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৬১১ জন রোগী। এছাড়া ছাড়পত্র নিয়েছেন ১৩৩ জন।