রোহিঙ্গা সংকট সমাধানে মধ্যস্থতা করতে চায় জাপান: পররাষ্ট্রমন্ত্রী

Slider জাতীয়


ঢাকা: রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকা নেপিদোর মধ্যে জাপান মধ্যস্থতা করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকা-নেপিদোর মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে জাপান। টোকিওতে বাংলাদেশ-মিয়ানমারকে নিয়ে এ বিষয়ে আলোচনা করতে চায়। তবে বাংলাদেশ তাদের এ প্রস্তাব বিবেচনা করবে। সোমবার রাতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসেন। তিনি আজ কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *