গাজীপুর: গাজীপুর মহানগরের কাশিমপুর মেট্রো থানা এলাকার জরুনে জমি নিয়ে বিরোধের জেরে বিদ্যুৎ এর খুঁটি লাগানোকে কেন্দ্রে করে সৃষ্ট সংঘর্ষে দুই পক্ষের ৪জন আহত হয়েছে।
আজ রোববার বিকাল সাড়ে ৪টার দিকে জরুন গ্রামে ওই ঘটনা ঘটে। আহতরা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুই জনকে উন্নত চিকৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলেন, জরুন গ্রামের হেলাল উদ্দিন(৭০) ও তার ছেলে মিলন মিয়া(৩৮)। তাদের বাড়ি দক্ষিন জরুন গ্রামে। প্রতিপক্ষের আহতরা হলেন, মজিবুর রহমান(৬৫) ও তার ছেলে মাসুদ রানা(৩৫)।
জানা যায়, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে মামলা মোকদ্দমা চলছে। বিরোধপূর্ণ জমিতে আজ মজিবর রহমান গং বিদ্যুৎ এর খুঁটি দিতে গেলে প্রতিপক্ষ বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে ৪জন আহত হয়।
এ বিষয়ে হেলাল উদ্দিনের পক্ষ থেকে বলা হয়, জোরপূর্বক জমি দখল করতে গেলে বাঁধা দেন তারা। এতে প্রতিপক্ষ তাদের উপর আক্রমন করে আহত করে। মজিবুর রহমানের পক্ষ বলছেন, আদালতের আদেশ নিয়ে খুঁটি দিতে গেলে তাদের উপর আক্রমন হয় ও তারা দুই জন আহত হন।
পুলিশ বলছে, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।