রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে সাম্প্রতিক ঘটে যাওয়া গুজব প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
(২৮ জুলাই রবিবার) সকাল ১১টায় উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে শ্রীপুর রহমত আলী সরকারী কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পৌর শহরে প্রদান প্রদান সড়কে র্যালী বের করে। পরে শ্রীপুর রেলস্টেশনের প্লাটফর্মে গুজব প্রতিরোধমূলক সভা হয়।
পৌর যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াসিমের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, শ্রীপুর থানার (তদন্ত) আবুল কালাম, উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েল, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজের শিক্ষক আব্দুল হান্নান, রুহুল আমীন প্রমূখ।
সচেতনামূলক সভায় বক্তারা বলেন, পদ্মা সেতু নির্মাণে কোন মাথা লাগে না, এটি সম্পুর্ন গুজব। কাউকে সন্দেহ জনক গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য পরামর্শ দেন। ষড়যন্ত্রে ও গুজবে কান না দিয়ে সকলের প্রতি আহ্বান জানান।