হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ “পরিকল্পিত ফল চাষ’ যোগাবে পুষ্টি সম্মত খাবার এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে চারদিন ব্যাপি জাতীয় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।
রবিবার ২৮ জুলাই দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। আরও উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান,রিপোর্টাস ক্লাবের সভাপতি মোকলেছুর রহমান টুকু প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম। মেলার ১৬ টি স্টল স্থান পায়।
মেলায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আসে এবং গাছ ক্রয় করে। বক্তারা বলেন গাছ মানুষকে বাঁচায়, মানুষের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি করে এবং পরিবেশরে ভারসাম্য রক্ষা করে। তাই প্রতিটি মানুষ যেন কমপক্ষে দুটি করে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।